আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে পোস্ট করতে চলেছি – রেফারেল ভিজিটর এবং রেফারেল সাইনআপ সম্পর্কে।
আপনারা জানেন যে আগের সপ্তাহে, আমরা পোস্ট করেছিলাম – আমাদের সাইটে সাপ্তাহিক বোনাস ক্যাম্পেইন চালু হয়েছে। আপনারা সবাই এই সাপ্তাহিক বোনাস ক্যাম্পেইনে কাজ করে এক্সট্রা অর্থ উপার্জন করতে পারবেন। আমরা আগের সপ্তাহের সর্বোচ্চ বোনাস অর্জনকারী ৫ জনের একাউন্টে আমরা বোনাস অ্যাড করে দিয়েছি।
আজকে আমরা পোস্ট করতে চলেছি, রেফারেল বোনাস এবং রেফারেল সাইন আপ সম্পর্কে।
রিফারেল ভিজিটর বোনাস
আপনারা কোন পোস্ট ভিজিট করলে পোস্টের নিচে শেয়ার অপশনে আপনারা একটা লিংকটি দেখতে পাবেন, ঐটা আপনারও রেফারেল ভিজিট লিঙ্ক। লিংকটি কপি করে আপনার যদি শেয়ার করেন এবং কেও যদি লিংকের মাধ্যমে ভিজিট করে, তাহলে আপনার একাউন্টে এর বোনাস অ্যাড হয়ে যাবে।

রেফারেল সাইনআপ বোনাস
রেফারেল সাইনআপ হচ্ছে আপনার রেফারেল লিংক ইউজ করে যদি কেউ আমাদের সাইটে নতুন একাউন্ট করে তবে আপনি তার বিনিময়ে একটা নির্দিষ্ট বোনাস পাবেন।

পোষ্ট না করেও আপনি শুধু মাত্র শেয়ার এর মাধ্যমে আপনি বোনাস পেতে পারেন। আর সাপ্তাহিক বোনাস এর পোষ্ট আমি নিচে লিঙ্কআপ করে দিচ্ছি, না পড়ে থাকলে এখনি পড়ে নিন।
valo uddok