HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন — BanglaTrick
App Review

HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন

4 months ago 1 85 0
BanglaTrick.com

BanglaTrick.com

August 4, 2025 1 min read
1 85 0

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ BanglaTrick এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

 

আজকে আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করব, যেটা দিয়ে আপনারা আপনাদের এন্ড্রয়েড ফোনকেই localhost বানাতে পারবেন।

 

Localhost বানিয়ে যেকোনো html ফাইল রান করতে পারবেন। আমরা অনেকে অনেকগুলা html css ফাইল নিয়ে কাজ করি, এটার জন্য আমাদের হোস্টিং কিনতে হয়, বা অন্য কোনো ভারী অ্যাপ ইউজ করতে হয়।

 

আর এই অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই এক ক্লিক এখনো ফোল্ডার কে মেইন করে Localhost রান দিতে পারবেন।

App Name: Localhost:Port

Size: 5 MB

App Link – Dowload Now

 

প্রথমে অ্যাপটা ডাউনলোড করে ইন্সটল করে নিন ফোনে এরপর ওপেন করলে নিচের মত ছবি দেখতে পাবেন।

 

 

HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন — BanglaTrick

 

উপরে ফোল্ডার পাথ আর নিচে পোর্ট দিতে হবে।

 

HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন — BanglaTrick

 

আমি একটা ফোল্ডার এর পাথ কপি করে নিচের মত বসিয়ে, আমার ইচ্ছামত পোর্ট দিয়ে START এ ক্লিক করলাম। আপনারও সেমভাবে করবেন।

 

HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন — BanglaTrickHTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন — BanglaTrick

 

START হলে server link দেখতে পাবেন। লিংকের ওপরে ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে। এরপর ব্রাউজার এ গিয়ে লিঙ্ক পেস্ট করে enter দিবেন, তাহলেই দেখবেন জাদু।

 

HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন — BanglaTrick

 

 

HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন — BanglaTrick

 

আপনাদের বুজতে অসুবিধা হলে কমেন্ট করেন।

 

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন BanglaTrick এর সাথে থাকুন । আর এই সাইট যদি ভালো লাগে আপনার বন্ধুদের জানাবেন । ধন্যবাদ ।

1 thought on “HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন
  1. SA Samim Contributor Reply

    thanks ato sundor kore bujhsnor jonno

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *